ভেঙে পড়ল রাশিয়ার একটি প্রোটোটাইপ মিলিটারি কার্গো বিমান

পরীক্ষামূলক ভাবে উড়ানের সময় ভেঙে পড়ল রাশিয়ার একটি প্রোটোটাইপ মিলিটারি কার্গো বিমান। রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশনের তরফে এই খবর জানানো হয়েছে। এই Il-112V বিমানটি মস্কো থেকে প্রায় ৪৫ কিমি পশ্চিমে কুবিনকা বিমানবন্দরে আসছিল। কিন্তু একটি জঙ্গলের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। দু’জন পাইলট ও একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার ওই বিমানটিতে ছিলেন। রিপোর্ট মোতাবেক তিন জনেরই মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানটি উড়তে উড়তে হঠাৎই সেটির ডান দিকের উইংয়ে আগুন লেগে যায়। কয়েক সেকেণ্ডের মধ্যেই আগুনের পরিমাণ বাড়ে। কিছুক্ষণ জ্বলন্ত অবস্থায় ওড়ার পরেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বনাকীর্ণ এলাকায় ভেঙে পড়ে। আছড়ে পড়ার পরেই একটি তীব্র বিস্ফোরণও ঘটে। রিপোর্ট মোতাবেক জানা গিয়েছে, ইঞ্জিনে আগুন লাগার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এর পিছনে আরও কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে আধিকারিকরা।