ভেঙে পড়ছে ছাদের চাঙর,দুশ্চিন্তায় বড় বাজারের ব্যবসায়ীরা

মাঝেমধ্যেই ভেঙে পড়ছে ছাদের চাঙর আর এই কারণেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কোচবিহারের বড় বাজারের ব্যবসায়ীদের কিছু অংশ।দীর্ঘদিন ধরে কোচবিহারের বড় বাজারে পুরনো বিল্ডিংয়ের ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন,দিনের পর দিন চাঙর ভেঙে পড়লে আগামীতে কোন ক্রেতা আর আসতে চাইবেন না তাদের দোকানগুলিতে,তাই দুশ্চিন্তায় ভুগছেন ব্যবসায়ীরা।এই বিষয়ে তারা প্রশাসনের কাছে আগেও কয়েক অভিযোগ করেছেন বলে জানান তারা। কারণ কিছুদিন আগেও এক মহিলা ক্রেতার গায়ে চাঙর ভেঙে পড়েছিল সেই সময় এখানকার ব্যবসায়ীরা ওই মহিলা ক্রেতাকে সাময়িক চিকিৎসা করে বাড়িতে পৌঁছে দেয়।স্থানীয় এক ব্যবসায়ী সাগর বণিক জানান মাঝে মধ্যেই ছাদ থেকে এই চাঙ্গর ভেঙে পড়ে,এর মধ্যেই তাদের ব্যবসা চালাতে হচ্ছে।যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এখন একটাই চিন্তা যদি এই পরিস্থিতি থাকে তাহলে হয়তো আগামী দিনে বড় ক্ষতির সম্মুখীন হবেন তারা।