ভূমিকম্প মোকাবিলায় কর্মীদের প্রশিক্ষণ ও কর্মশালা

সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলায় কর্মীদের কর্মশালা হল শিলিগুড়ির ইন্দিরা কলোনীর এক সরকারি আবাসনে চলল এই প্রশিক্ষণ।প্রাকৃতিক দুর্যোগে বহুতলে আটকে পড়া মানুষজনকে কিভাবে উদ্ধার করা এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা যায় সেবিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।এনডিআরএফ বাহিনী, দমকল বাহিনী এছাড়া অভিজ্ঞদের উপস্থিততে শহরের রাজবাড়ি পাড়া সরকারি আবাসনে চললো প্রশিক্ষণ। ছাদের উপর থেকে মই ও দড়ির সাহায্যে নামিয়ে আনা হল মানুষদের। অনেকে কাঁধে চাপিয়ে ভুমিকম্পে আটকে পড়া মানুষদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন।

প্রশাসন সুত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলা ভূমিকম্প প্রবল এলাকা। এই এলাকায় যখন তখন ভূমিকম্প হওয়ার সম্ভবনা রয়েছে দাবি বৈজ্ঞানিকদের। এই কারণে জেলা প্রশাসনের সহযোগিতার ও সদর ব্লক প্রশাসনের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরে আয়োজন করা হয়েছে। স্কুলের পড়ুয়ারা ভূমিকম্পে আটকে গেলে কিভাবে উদ্ধার করতে হবে এই নিয়েও কালিয়াগঞ্জ স্কুলে চলল প্রশিক্ষণ।