যাত্রী বোঝাই ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি । জখম হয়েছে ওই লরি চালক এবং খালাসী। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার সকাল নটা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর এলাকার বাইপাস সড়কে। এই দুর্ঘটনার পর আহত লরিচালক এবং খালাসীকে উদ্ধার করে আশপাশের এলাকার মানুষ। পড়ে ঘটনার খবর পেয়ে তদন্তে আসে পুরাতন মালদা থানার পুলিশ। এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোড অবরুদ্ধ হয়ে থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী এক গাড়ির চালক স্বপন কর্মকার জানিয়েছেন, প্লাইউড বোঝাই করে পণ্যবাহী লরিটি কোলকাতা থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল। বাইপাস রোডের কাছে একটি যাত্রীবোঝাই ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়। ওই লরিরচালক এবং খালাসী প্রাণে বাঁচলো তারা গুরুতর জখম হয়েছেন।