ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গে ফিরলো বিশেষ ট্রেন।

মঙ্গলবার সকালেই বেঙ্গালুরু থেকে ১,২০০ জন যাত্রী নিয়ে এরাজ্যে এলো বিশেষ ট্রেন। ওই ট্রেনের যাত্রীরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। লকডাউনের কারণে ভিনরাজ্যে আটকে ছিলেন তাঁরা। বাঁকুড়ায় ওই ট্রেনটি এসে পৌঁছনোর পরেই সেখান থেকে শুধু পরিযায়ী শ্রমিকরাই নামেন তা নয়, নামেন বেঙ্গালুরুতে চিকিৎসার প্রয়োজনে গিয়ে সেখানেই আটকে পড়া বহু রোগী ও তাঁর পরিজন। ভিনরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীরাও ফেরেন ওই ট্রেনে।করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন জারি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। কিন্তু কোনও আগাম সংকেত ছাড়াই ২৫ মার্চ থেকে আচমকা লকডাউন করে দেওয়ায় বহু জায়গায় আটকে পড়েন অসংখ্য মানুষ। ঘর থেকে বাইরে ভিনরাজ্যে একরকম আশ্রয়হীন অবস্থায় কাটাতে হয়েছে তাঁদের। এবার ঘরে ফেরার জন্যে মরিয়া হয়ে উঠেছেন তাঁরা। কেন্দ্রকে এবিষয়ে রাজ্য সরকারগুলোর তরফ থেকে বারংবার অনুরোধ করায় ১ মে থেকে চালু করা হয় বিশেষ ট্রেন “শ্রমিক স্পেশাল”। সেই ট্রেনে করেই এবার ঘরে ফিরলেন বাংলার মানুষজনও।