মাত্র সাড়ে চার বছরে সাড়ে পাঁচ লক্ষ বিক্রয়সীমায় পৌঁছে গেছে ভারতের একনম্বর কম্প্যাক্ট এসইউভি মারুতি সুজুকি ভিটারা ব্রেজা, যা কোনও কম্প্যাক্ট এসিউভি’র পক্ষে দ্রুততম সাফল্য। ২০১৬ সালে বাজারে আসা ভিটারা ব্রেজা দেশের কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই গাড়ির ডিজাইন করা হয়েছে গ্রাহকদের রুচির দিকে নজর রেখে ।
২০২০ অটো এক্সপোতে সম্পূর্ণ নতুন ভিটারা ব্রেজাকে নতুন রূপে পেশ করা হয়েছিল। এখন এই গাড়িতে রয়েছে পাওয়ারফুল ৪-সিলিন্ডার ১.৫ লিটার কে-সিরিজ বিএস৬ ইঞ্জিন। এবছরের গোড়ার দিকে চালু হওয়া সম্পূর্ণ নতুন ভিটারা ব্রেজা ইতিমধ্যে ৩২,০০০ ইউনিটেরও বেশি বিক্রয় হয়েছে, মাত্র ৬ মাসে। এটি বর্তমানে কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টের সর্বাধিক বিক্রিত গাড়ি, যা আগে ছিল ডিজেল চালিত। মারুতি সুজুকি ভিটারা ব্রেজা ভেঙে দিয়েছে এসইউভি-র সঙ্গে ডিজেলের সম্পর্কের যাবতীয় ধারণাকে।