ভিআই-এর পার্টনারশিপ ভুত সিলেক্টের সঙ্গে

গ্রাহকদের আরও ভালভাবে মনোরঞ্জনের জন্য ভোডাফোন আইডিয়া লিমিটেড (ভিআইএল) এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল  ভুত সিলেক্টের সঙ্গে। এরফলে স্মার্টফোনে ভিআই মুভিজ অ্যান্ড টিভি অ্যাপে ভুত সিলেক্টের প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করতে পারবেন ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা। কলার্স ও এমটিভির প্রিমিয়াম হিন্দি শো-গুলি ছাড়াও ইন্টারন্যাশনাল শো-গুলিও উপভোগ করতে পারবেন ভিআই গ্রাহকরা। নতুন নতুন কনটেন্ট যোগ হতে থাকার ফলে ২৪/৭ ভিত্তিতে ভুত সিলেক্টের লাইব্রেরিতে প্রবেশাধিকার পাবেন ভিআই গ্রাহকরা। নানাধরণের আকর্ষণীয় কনটেন্ট নিয়ে ভিআই উপভোক্তাদের মনোরঞ্জন করতে থাকবে ভুত সিলেক্ট।