ভারত তৈরি বার্তা বায়ুসেনা প্রধানের

নয়াদিল্লি: উত্তরে লাদাখ সীমান্তে চীনা আগ্রাসনকে কেন্দ্র করে গত বছরের মাঝামাঝি সময় থেকেই দেশ জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। গত ৯ মাস ধরে ভারত ও চীনের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েও মিলছে না কোনও দিশাই। তবে অবস্থার উন্নতি খুব একটা হয়নি।

সম্প্রতি উত্তর পূর্বেও চীনা আগ্রাসনের ইঙ্গিত মিলেছে। তবে ভারতও আগ্রাসী ভূমিকা নিতে পারে জানিয়েছেন ভারতীয় বায়ুসেনা আইএএফ প্রধান ভাদাউরিয়া। তিনি বলেন, “যদি ওরা (চীন) আগ্রাসন দেখায়, আমরাও আগ্রাসী হতে পারি। আমরা সম্পূর্ণ তৈরি।”