স্কোডা অটো ইন্ডিয়া’র বহু-প্রতীক্ষিত এসইউভি ‘স্কোডা কুশাক’-এর জন্য বুকিং শুরু হয়েছে এবং একইসঙ্গে তার দামও ঘোষণা করা হয়েছে। চলতি বছরের প্রথমদিকে ভারতে ‘কুশাক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর এই গাড়ির প্রতি গ্রাহকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এটি ‘মেড ইন ইন্ডিয়া অ্যান্ড ফর ইন্ডিয়া’ এসইউভি। ভারতের এসইউভি গ্রাহকদের কথা মাথায় রেখে এই গাড়ির সব ভেরিয়েন্টেই অনেক অ্যাক্টিভ ও প্যাসিভ সেফটি ফিচার যোগ করা হয়েছে। কুশাক লঞ্চের মধ্য দিয়ে স্কোডা অটো ইন্ডিয়া ভারতের টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলির বাজারে তাদের নেটওয়ার্ক আরও সম্প্রসারিত করতে চলেছে। বর্তমানে স্কোডা অটো’র ১২০টি সেলস টাচপয়েন্ট রয়েছে ৮৫টি শহরে এবং ২০২১ সালের মধ্যে সেই সংখ্যা ১৫০-এ পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
প্রত্যেক ‘কুশাক’-এর সঙ্গে থাকছে ৪ বছর/ ১,০০,০০০ কিমি ওয়ারেন্টি, যা ৬ বছর/ ১,৫০,০০০ পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। বিভিন্ন ভেরিয়েন্টের ‘স্কোডা কুশাক’ যে দামে পাওয়া যাবে তা এরকম: অ্যাক্টিভ (১০,৪৯,৯৯৯ টাকা), অ্যাম্বিশন (১২,৭৯,৯৯৯ টাকা ও ১৪,১৯,৯৯৯ টাকা) এবং স্টাইল (১৪,৫৯,৯৯৯ টাকা, ১৫,৭৯,৯৯৯ টাকা, ১৬,১৯,৯৯৯ টাকা ও ১৭,৫৯,৯৯৯ টাকা)। স্কোডা কুশাক পাওয়া যাবে পাঁচটি কলারে – হানি অরেঞ্জ, টর্নাডো রেড, ক্যান্ডি হোয়াইট, রিফ্লেক্স সিলভার ও কার্বন স্টিল।