ভারতের টিকার জন্য আবেদন জানিয়েছে একাধিক দেশ

ভারত বায়োটেকের টিকা কোভ্যাকসিন ও DCGI সেরাম ইনস্টিটিউটের টিকা কোভিশিল্ডকে দেশে অনুমোদন দেওয়ার পর থেকে একাধিক দেশ এই টিকাকে নিজেদের দেশে নিয়ে যেতে চাইছে। প্রায় ২০ লক্ষ ডোজ দেওয়ার আবেদন জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো। মেক্সিকো, মায়ানমার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, এইসব দেশগুলিও ভারতের কাছে টিকার জন্য আবেদন জানিয়েছে। তবে ভারত সরকার স্থির করেছেন যে আগে প্রতিবেশি দেশগুলিকে টিকা দেবে ভারত।