প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া জানান, তিনি ভবিষ্যতে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির পদের জন্য নির্বাচনে লড়তে পারেন। ২০১১তে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ভাইচুং। এক যুগের বেশি সময় ধরে তিনিই ছিলেন ভারতীয় ফুটবলের পোস্টার বয়। ফেসবুকে এক কথোপকথনে ভাইচুং বলেন, ‘‘এটা অবশ্যই এমন একটা বিষয় যা ভবিষ্যতে আমি ভাবব। এই মুহূর্তে আমি ফোকাস করছি গ্রাসরুট ফুটবলে। ফুটবল স্কুল রয়েছে। সিকিমে রয়েছে ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাব। ভবিষ্যতে অবশ্যই এটা নিয়ে ভাবব।” মুহূর্তে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার সভাপতির পদে রয়েছেন প্রফুল প্যাটেল। ২০০৮ থেকেই তিনি রয়েছেন এই পদে। প্রিয়রঞ্জন দাসমুন্সি অসুস্থ হওয়ার পর থেকেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ২০১২তে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং তার পর আবার ২০১৬তে।