বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। নয়া অবতার নিয়ে অচিরেই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। রোজই হাসপাতালে প্রাণবায়ুর আকালের খবর শোনা যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই দেখা দিয়েছে অক্সিজেনের আকাল। এমন অবস্থায় অবশেষে উদ্যোগী হল কেন্দ্র। দেশে অক্সিজেন সংকট মেটাতে অক্সিজেন ও অক্সিজেন সরবরাহ করার জন্য প্রয়োজনীয় সমস্ত পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার।
আপাতত ৩ মাস এই ছাড় বলবৎ থাকবে। একই সঙ্গে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে করোনার টিকার ওপর থেকেও। হাসপাতালগুলিকে কিছুটা স্বস্তি দিল কেন্দ্র। দেশে অক্সিজেন সরবরাহ অবাধ রাখতে সেই শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র। পাশাপাশি করোনার ওষুধের আমদানিতেও ছাড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।