রাজ্যে শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত নির্বাচন করানোটাই এখন কমিশনের সবচেয়ে কাছে বড় চ্যালেঞ্জ। শুরু হয়ে গেছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর টহল। কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার নিয়ে এদিন নবান্নে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজিও। বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথগুলিতে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হবে বলে কড়া নির্দেশ। বাংলার প্রথম দফার ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ।