ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিশিষ্ট ডিজাইনার তরুণ তাহিলিয়ানির ২৫ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ও তরুণ তাহিলিয়ানির মধ্যে এক ডিজিটাল কোলাবোরেশন হল। বিগত বছরগুলিতে ভারতের ফ্যাশন জগতে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর তার নিজস্ব স্থান তৈরি করে নিয়েছে। এবার, তরুণ তাহিলিয়ানির সঙ্গে যুক্ত হয়ে উদযাপন করা হচ্ছে এক কাহিনী – ‘মাই আইডেন্টিটি, মাই প্রাইড’। এই সন্ধ্যায় প্রদর্শিত হয়েছে তার ক্র্যাফ্ট ও হেরিটেজের গর্বের (প্রাইড) কাহিনী, যেখানে থিয়েটারি ঢংয়ে পরিবেশিত হয়েছে পুরুষ ও মহিলাদের ফ্যাশনের উপকরণ। লার্জার-দ্যান-লাইফ কাস্টম সেটের ডিজাইন করেছেন তরুণ তাহিলিয়ালি। এতে ফুটে উঠেছে তার দীর্ঘ ২৫ বছরের যাত্রাপথের কথা। ‘মাই আইডেন্টিটি, মাই প্রাইড’ প্রসঙ্গে তরুণ তাহিলিয়ানি বলেন, তাদের এই সম্পর্ক তার দীর্ঘ বছরের যাত্রার উদযাপন। তিনি গর্বিত বোধ করছেন তিনি কে এবং এখন কোথায় পৌঁছেছেন তা প্রকাশ করতে পেরে। ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ২০২০-এর সঙ্গে তার সম্পর্ক তাকে সুযোগ দিয়েছে গর্বের সঙ্গে (উইথ প্রাইড) তার পরিচিতি উদযাপন করার।
ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুরের সঙ্গে তরুণের বিশেষ ও দীর্ঘ যাত্রার ইতিহাস রয়েছে এবং এখন তিনি ইন্ডাস্ট্রিতে তার ২৫ বছরের উপস্থিতি উদযাপন করছেন, একথা জানিয়ে পার্নড রিকার্ড ইন্ডিয়া’র জিএম মার্কেটিং, ঈশ্বিন্দর সিং বলেন, তারা গ্রাহকদের সেই শো নিজেদের বাড়িতে বসে উপভোগ করার সুযোগ দিতে পেরে আনন্দিত বোধ করছেন। গত দুই বছর ধরে যে ‘প্রাইড’ যাত্রা চলছে, ‘মাই আইডেন্টিটি, মাই প্রাইড’কে কেন্দ্র করে তা এবছর মঞ্চ অধিকার করেছে বলে জানান তিনি।