ব্যাপক সাফল্য পেল দিদির দূত

আবারও বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিং। এবার যুবরাজ সিংয়ের নামে এফআইআর দায়ের করল হরিয়ানা পুলিশ। দলিতদের বিরুদ্ধে জাতিবিদ্বেষী মন্তব্যের কারণে যুবরাজ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। সেই প্রসঙ্গে হরিয়ানার হিসারে পুলিশ একটি এফআইআর দায়ের করেছে হরিয়ানা পুলিশ। 

যুবরাজের বিরুদ্ধে এই এফআইআর এ আইপিসির ১৫৩, ১৫৩ এ, ২৯৫, ৫০৫ এবং এসসি/এসটি আইনের ধারা অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগ দায়ের করা হলেও এই নিয়ে কোনও মন্তব্য করেননি যুবরাজ। গত বছর যুবরাজ সিং ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন দলিতদের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন।