ব্যাটারি চুরির ঘটনায় গ্রেপ্তার আরও ২

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় আরো ২ জনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। জানা গেছে সোমবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দিলীপ বর্মন এবং জগন্নাথ সরকার নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।চুরির ঘটনায় এর আগে মোহাম্মদ আশরাফ,মোহাম্মদ সাদ্দাম এবং মোহাম্মদ কাইফ নামে ৩ দুষ্কৃতীকে ধরা পড়েছে।

শিলিগুড়ি শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরেই চুরি হচ্ছিল মোবাইল টাওয়ারে ব্যাটারি।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় এই বিষয় নিয়ে বেসরকারি মোবাইল কোম্পানি গুলির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয় এনজেপি থানাতে ।অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী ।রবিবার মেলে সাফল্য ।এনজেপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার হয় মোহাম্মদ আশরাফ,মোহাম্মদ সাদ্দাম এবং মোহাম্মদ কাইফ নামে ৩ দুষ্কৃতী।এই চক্রের আরও কারা কারা রয়েছে তাদের খোঁজ শুরু করে পুলিশ।

ধৃতদের আদালতে তুলে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে সোমবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ী এলাকা থেকে দিলীপ বর্মন এবং শান্তি পাড়া এলাকা থেকে জগন্নাথ সরকার কে গ্রেফতার করে।পুলিশের অনুমান বড় ধরনের গ্যাং এই কারবার যুক্ত রয়েছে ।আর সেই কারণেই মঙ্গলবার ধৃত ২ জনকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে পুলিশি রিমান্ডে আনার আবেদন জানানো হবে আদালতের কাছে।নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে এই চক্রের বাকিদের ধরে চুরি যাওয়া মোবাইল সংস্থার টাওয়ার এর ব্যাটারি গুলির উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।