ব্যাঙ্কের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করলেন ব্যাঙ্ক কর্মীরা। অভিনব উদ্যোকে স্বাগত জানালেন শহরের বিভিন্ন সামাজিক সংগঠন।
উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাঙ্কের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেচ্ছায় রক্তদান করলেন জলপাইগুড়ি রিজিওনাল অফিসের কর্মীরা। এদিন তারা ৩৫ ইউনিট রক্ত দান করেছেন বলে জানা গেছে।
ঘটনায় উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার অসীম কুমার ঈশর বলেন জলপাইগুড়ি তথা অন্যান্য ব্লাড ব্যাঙ্ক গুলিতে এখন রক্তের আকাল চলছে। তাই আমরা ব্যাঙ্ক কর্মীরা মিলে সিদ্ধান্ত নেই আমাদের ব্যাঙ্কের জন্মদিন উপলক্ষে একটি রক্তদান শিবির আয়োজনের। আজ আমরা এখান থেকে ৩৫ ইউনিট ব্লাড জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দিলাম। উত্তরবঙ্গের বিভিন্ন শাখাতেও এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।