আধার যত গভীর হয়ে আসে, মস্তিষ্কে
হিজিবিজি কাটে সময়ের ভর্ৎসনা
পাংশু মুখে কেপে কেপে ওঠে
অসুখ বুকের গোঙানি।
রাতের তারাদের উজ্জ্বল হাসিকে
কালো মেঘের বিষাক্ত হুমকি মুচড়ে ধরে।
ছটফট করেও পথ খুঁজে পায় না
শীতল বৃষ্টির মোক্ষ দ্বার ।
বারবার লড়াই বাধে জটিল পরিস্থিতির
সূচালো মানসিকতা ও স্ব অস্তিত্ব রক্ষার,
অথচ, জয়ী হয় রোজকার আত্মহনন।
আর, শুষ্ক চোখ থেকে উদ্বাস্তুর মতো উবে যায়
চিরকালের স্বপ্নের চাবিকাঠি।