ব্যতিক্রমী চরিত্রে বিদ্যা বালান

আবার এক ব্যতিক্রমী চরিত্রে নিজেকে মেলে ধরছেন বিদ্যা বালান। ‘শেরনি’ ছবিতে তিনি সৎ আর দাপুটে এক বন কর্মকর্তা। মজার ব্যাপার হচ্ছে, ছবিতে তাঁর চরিত্রটির নাম বিদ্যা, তবে বালান নয়, ভিনসেন্ট। পর্দায় ‘শেরনি’ হয়ে ওঠার জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ‘শেরনি’ ছবির এক ভার্চ্যুয়াল প্রচার অনুষ্ঠানে এই ছবি ঘিরে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন বিদ্যা বালান।