বোরোপ্লাস হাইজিন রেঞ্জে যুক্ত হলেন জুহি চাওলা

ইমামি লিমিটেডের অ্যান্টিসেপ্টিক ব্র্যান্ড বোরোপ্লাস তার সদ্য লঞ্চ্‌ হওয়া হাইজিন রেঞ্জে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়ে এল বলিউড অভিনেত্রী জুহি চাওলাকে। চলতি বছরের এপ্রিল মাসে হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে বোরোপ্লাস, হাইজিন পরিসরে প্রবেশ করে। এরপর বোরোপ্লাস হাইজিন রেঞ্জ জুন মাসে এনেছিল টয়লেট সোপ বার (বোরোপ্লাস অ্যান্টিসেপ্টিক + ময়েশ্চারাইজিং সোপ)। এবার এই রেঞ্জ খুচরো বাজারে সাড়া জাগাতে প্রস্তুত তার হ্যান্ডওয়াশ (বোরোপ্লাস অ্যান্টিসেপ্টিক + ময়েশ্চারাইজিং হ্যান্ডওয়াশ) নিয়ে।

ইমামি লিমিটেডের ডিরেক্টর শ্রীমতী প্রীতি এ সুরেকা বলেন, “আমাদের হাইজিন রেঞ্জের জন্য আমরা সানন্দে যুক্ত হয়েছি জুহি চাওলার মতো সেলিব্রিটির সঙ্গে। সফল অভিনেত্রী, মা ও বিজনেস উওমেন হিসেবে জুহি বোরোপ্লাসের ব্র্যান্ড পরিচিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” বোরোপ্লাস হাইজিন রেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসাডর জুহি চাওলা অভিনীত একটি টিভিসি’র সম্প্রচার সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে বিভিন্ন চ্যানেল ও প্লাটফর্মে।  

বোরোপ্লাস হাইজিন রেঞ্জ প্রোডাক্টসমূহ ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক হার্বস দ্বারা সমৃদ্ধ। এগুলি ক্ষতিকর কেমিক্যাল থেকে মুক্ত। বোরোপ্লাস অ্যান্টিসেপ্টিক + ময়েশ্চারাইজিং সোপ বার ও হ্যান্ডওয়াশ পাওয়া যায় দুইটি ভেরিয়েন্টে – একটি নিম, তুলসী ও অ্যালোভেরা যুক্ত এবং অন্যটি নিম, ইউক্যালিপ্টাস ও মধু যুক্ত। এছাড়াও, বোরোপ্লাস অ্যাডভান্সড অ্যান্টি-জার্ম হ্যান্ড স্যানিটাইজারে ৭০ শতাংশ অ্যালকোহল বেসের সঙ্গে রয়েছে নিম ও তুলসীর মতো হার্বসের সমৃদ্ধতা।