বোনের সঙ্গে সম্পর্ক ভাঙতে বন্দুক দেখিয়ে হুমকি দেয় গৌরীর দাদা

শাহরুখের গৃহিণীর আজ হাফ সেঞ্চুরি পার করলেন । খেলায় নয় বয়সে। আজ স্ত্রীর ৫০ তম জন্মদিনে স্ত্রীকে নিয়ে তার জীবনের গল্প শোনালেন কিং খান । বলিউডের ফার্স্ট লেডি । তিন সন্তানের গর্বিত মা । কিন্তু অনেকেই জানেন না, এই সাফল্যের পিছনে কতটা লড়াই রয়েছে ।তিন দশক সফলভাবে কাটিয়ে দিলেন বি-টাউনের বাদশাহের সংসারে । তাঁর ‘মন্নত’-এর রাজরানি হয়ে ।

কিন্তু কোনওটাই এত সহজে হয়নি । আজকের পাওয়ার কাপলদেরজীবনেও ঠিলঅনেক স্ট্রাগল ।গৌরি হিন্দু আর শাহরুখ মুসলিম ধর্মাবলম্বী । প্রথম থেকেই দুই পরিবারের এই বিয়েতে মত ছিল না । কিন্তু টিনএজ থেকে একে অপরকে ভালবাসতেন শাহরুখ-গৌরি । তাঁদের ভালবাসা এতটাই খাঁটি আর পবিত্র ছিল, যে কেউ তাঁদের আলাদা করতে পারেনি ।