বৈধ্য কাজপত্র না থাকার জন্য দুই জন বাংলাদেশি ও একজন আসামের যুবককে আটক করলো শিলিগুড়ি এনজেপি রেলওয়ে জিআরপি৷ শনিবার সকালে কাঞ্চনঘঙ্ঘা এক্সপ্রেস থেকে তাদের আটক করে জিআরপি৷ জানা গেছে তারা বাংলাদেশ থেকে আসামে ঢোকে এর পর তারা আসাম থেকে কলকাতার উদ্যেশ্যে রওনা হয়৷ এদিন করিমগঞ্জ রেল স্টেশনে কর্তব্যরত জিআরপি কর্মীরা রুটিন চেকিং করার সময় তাদের দেখে সন্দেহ হলে কর্মীরা তাদের আটক করে৷ তাদের জিঞ্জাসাবাদ করে তাদের বৈধ্য পরিচয় পত্র সহ অন্যান্য কাগজপত্র চাওয়া হলে তারা সেটাও দেখাতে পারে না৷ এরপর কর্তব্যরত জিআরপি কর্মীরা ওই তিন জনকে এনজেপি রেলওয়ে স্টেশনে নিয়ে আসে৷
জানা গেছে তাদের নাম:
১. জাহিরুল ইসলাম, ছদ্মনাম—দিনু(২০),আসামের করিমগঞ্জ জেলার বাসিন্দা৷
২. রুকিয়া, ছদ্মনাম—রিহানা(২১) এবং
৩. আজিদা, ছদ্মনাম—সবকার নেহার(২০)
কস্ক্সবাজার,বাংলাদেশের বাসিন্দা৷ এদিন তাদের আটক করে জিআরপি এবং আরপিএফ এর কর্মীরা তাদের জলপাইগুড়ি আদালতে পাঠায়৷ পুরো ঘটনাটার তদন্ত শুরু করেছে আরপিএফ৷