বেসরকারি স্কুলগুলিকে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে জেলা শাসককে চিঠি দিল ছাত্র সংগঠন

করোনা আবহে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলিকে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে মালদা জেলা শাসককে চিঠি দিল অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন। জানা গেছে এদিন সকাল এগারোটা নাগাদ সংগঠনের সদস্য এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শনে অংশ নেন।

এক ছাত্রের অভিভাবক বাবর সরকার জানান, মহামান্য আদালতের নির্দেশ, সমস্ত বেসরকারি বিদ্যালয়ের ২০ শতাংশ স্কুল ফি মুকুব করতে হবে। কিন্তু শহরের বেশ কিছু স্কুল ফি মুকুব করছে না।
সেই কারণে সংগঠনের পক্ষ থেকে তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন। তাদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দিবেন তারা।