বেফাঁস মন্তব্য ইমরান খানের…

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আফগানিস্তানে সোভিয়েত প্রভাব রুখতে মার্কিন সেনাকে সাহায্য করা ‘ভুল’ ছিল। আফগান যুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে এভাবেই হতাশা ব্যক্ত করলেন তিনি । আর এই ‘ভুল’ স্বীকার করতে গিয়েই বেফাঁস মন্তব্যও করলেন পাক প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘সোভিয়েত শক্তিকে রুখতে মার্কিন সাহায্যে আমরা যেই মুজাহিদিনদের ট্রেনিং দিয়েছিলাম, আজ তাঁদেরই জঙ্গি ঘোষণা করা হচ্ছে।’

ইমরান খানের আক্ষেপ, ‘পাকিস্তানের মাটিতে জন্ম নেওয়া ওই গোষ্ঠীগুলিই  আজ পাকিস্তানকেই নিশানা করেছে।’
মার্কিন সফর ও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার ‘রাশিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘আটের দশকে সিআইএ-এর সাহায্যে এই মুজাহিদিনদের আমরা ট্রেনিং দিয়েছিলাম, যাতে আফগানিস্তান সোভিয়েত প্রভাবমুক্ত হয়। দশক পর আমেরিকানরাই আফগানিস্তানে এল এবং সেদিনের জিহাদ সন্ত্রাসবাদে পরিণত হল।’