বেনারসের গামছা উপহার ডোনাল্ড ট্রাম্পকে

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিজের সংসদীয় ক্ষেত্র বেনারসের মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্কের বদলে গামছা বাঁধার পরামর্শ দেন। আর তারপরই বেনারসের একজন চিকিৎসক উত্তম ওঝা ডোনাল্ড ট্রাম্পকে একটি বেনারসের গামছা উপহার দেন। উত্তম ওঝা জানিয়েছেন গামছা বেনারসের মানুষের একটি অন্যতম বস্ত্র। গামছার প্রয়োগ বেনারসের মানুষ বিভিন্নভাবে করে থাকে।