অবৈধভাবে মদ পাঁচার করতে গিয়ে ধরা পড়ল দুই পাঁচারকারী। শুক্রবার রাতে জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় জাতীয় সড়কে আটক করে তল্লাশি চালাতেই গাড়ি ভর্তি মদ উদ্ধার হয়। আবগারি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন গোপনসূত্রে খবর ছিল যে অরুণাচল থেকে আসা এক লরিতে বিপুল পরিমাণ মদ পাঁচার হচ্ছে। সেইমতো পাহাড়পুরে তল্লাশি শুরু করতেই একটি লরি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই সন্দেহ হয়।লরিটির পিছু ধাওয়া করে সেটিকে আটক করেন আবগারি দপ্তরের কর্মীরা।তল্লাশি চালাতেই লরি থেকে প্রচুর পরিমান বেআইনি মদ পাওয়া যায় বলে জানান আবগারি দপ্তরের আধিকারিক সুশান্ত বক্সি।আটক দুই পাঁচারকারীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এই বেআইনি মদ বিহারের উদ্দেশ্যে পাঁচার হচ্ছিল। এই বিপুল পরিমাণ বিদেশি মদের দাম প্রায় চল্লিশ লক্ষ টাকা বলে জানিয়েছেন আবগারি দপ্তর।