রোহিত শর্মা বৃহস্পতিবার ৩৩ বছরে পা দিলেন। বিশ্বের সব প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাসলেন শুভেচ্ছার জোয়ারে। আর সেই উপলক্ষ্যেই রোহিতের স্ত্রী রীতিকা সাজদে রোহিতের বেশ কিছু ছবি পোস্ট করলেন সঙ্গে লিখলেন মন ছুঁয়ে যাওয়া বার্তাও, যা সঙ্গে সঙ্গে মন জিতে নিল নেট দুনিয়ার। তিনি লেখেন, ‘‘খুশির জন্মদিন তার জন্য যে আমাকে হাসিয়ে যাবে তদিন আমি বাঁচব, আমার প্রিয় বেড়ানোর সঙ্গী, আমার প্রিয় বন্ধু, সেরা বাবা, এমন একজনকে যে মরে গেলেও গাইতে পারবে না। সেই সেরা মানুষের জন্য যাকে আমি শুভেচ্ছা জানাতে পারি। শুভ জন্মদিন, তোমাকে ভালবাসি রো।”