বুলেট ট্রেন সংযোগ পাবে অযোধ্যাতে

সব ঠিক থাকলে আগামী ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বুলেট ট্রেন ভারতের মাটি চিরে ছুটতে পারে। মোট সাতটি রুটে চলতে পারে এই বুলেট ট্রেন। পাঁচ ঘণ্টারও কম সময়ে কলকাতা থেকে দিল্লি, আর মাত্র পৌনে তিন ঘণ্টায় বারাণসী থেকে দিল্লি। মোট সাতটি রুটে এই ট্রেন চলবে। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভগবান রামের জন্মস্থান অযোধ্যাও বুলেট ট্রেন সংযোগ পাবে।