বিয়ের পিঁড়িতে বসছেন মৌনী রায়

কোভিডের বিষ পেরিযে নতুন বছরে বিয়ের মহোৎসবে টলিবলি পাড়া।একেরপর এক মহারথী অভিনেতা অভিনেত্রীরা সাতপাকে বাধা পড়ছেন। এবার বলিউডে জোর গুঞ্জন মৌনী রায়কে নিয়ে। বলিপাড়ায় কান দিলেই শোনা যাচ্ছে যে উত্তরের মৌনী রায় এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন । কিন্তু পাত্র কে? এখনো খোলসা করে কিছু জানাননি মৌনী।তবে জানা যাচ্ছে মৌনি রায় নাকি দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের গলাতেই মালা দিতে চলেছেন ৷

সূরজ নাম্বিয়ার হলেন, দুবাইয়ের বাসিন্দা পেশায় ব্যাঙ্কের কর্মচারী ৷ এই সূরজের সঙ্গেই নাকি বহুদিন ধরে টুকটাক প্রেম করে চলেছেন মৌনি ৷ কেরিয়ারের শুরু থেকে এই সূরজ নাকি সব ধরনের সাহায্য করেছেন মৌনিকে ৷ এমনকী, মৌনির কেরিয়ারের জন্যই ধৈর্য ধরেছেন এবং বিয়েতে তাড়াহুড়ো করেননি ৷

তবে শোনা যাচ্ছে, এবার নাকি মৌনি নিজেই চাইছেন সাতপাকে বাঁধা পড়তে ৷ আর সেই জন্যই তো মাঝে মধ্যেই দুবাইতে গিয়ে, সূরজের পরিবারের সঙ্গে দেখা করছেন মৌনি৷ শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে, এই বছরেই বিয়ে করে ফেলবেন দু’জনে  ৷ আর খুব শীঘ্রই বিয়ের তারিখ পাকা করতে চলেছেন মৌনি রায় ৷

তবে এখনও এই নিয়ে স্পষ্টভাবে মুখ খোলেননি বলিউডের অন্যতম এই সুন্দরী নায়িকা ৷ শুধু জানিয়েছেন, ‘সব হবে, ধীরে ধীরে…’