বিয়ার গ্রিলসের সঙ্গে রজনীকান্তের বন্য অভিযান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিয়ার গ্রিলসের সঙ্গে বন্য অভিযানে গিয়েছিলেন রজনীকান্ত। ২৩ মার্চ ডিসকভারি চ্যানেলে রাত ৮টায় দেখানো হয় সেই পর্ব। গভীর জঙ্গলের মাঝে কখনও গ্রিলসের সাফারি সঙ্গী রজনী, তো আবার কখন দেখা গেল বুক অবধি নদীর জল পেরিয়ে জঙ্গলের অন্য প্রান্তে পৌঁছাতে। এককথায় রোমাঞ্চকর। বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্ট কর্ণাটক থেকে তামিলনাড়ু যাওয়ার পথে পড়ে। বাঘসহ অনেক হিংস্র পশুর আনাগোনা এই জঙ্গলে। এখানেই বিয়ার গ্রিলসের সঙ্গে শুটিং করছেন রজনীকান্ত। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’র শুটিং। জানা গিয়েছে, প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা করে জঙ্গলের মধ্যে শুটিং হয়েছে। এর জন্য বান্দিপুর ফরেস্ট অফিস কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন গ্রিলস। প্রসঙ্গত, রজনীর এই জঙ্গল অভিযান কিন্তু মোটেই ভাল চোখে দেখেননি পরিবেশপ্রেমীরা। তারা প্রশ্ন তুলেছেন, বান্দিপুরের মতো এক জাতীয় উদ্যানে রজনীর মতো একজন বড় মাপের অভিনেতা কিংবা খ্যাতনামা ব্যক্তিত্ব কীভাবে শুটিং করতে পারেন?