মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলা সফরের ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই বিস্ফোরক কোচবিহার জেলা যুব তৃনমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নীতিশ রঞ্জন সরকার।এবার পিকের টিমের সরাসরি বিরোধিতা করলেন তৃনমূল যুব নেতা তথা জেলার যুব সভাপতি নীতিশ রঞ্জন সরকার। যুবনেতা নীতিশ রঞ্জনের অভিযোগ পিকের ছেলেরা স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না।আজ সাংবাদিক সম্মেলন করে এদিন তিনি জানিয়েদেন পিকের টিমের ছেলেদের নির্দেশ তিনি মানবেন না। তিনি পরিষ্কার জানান, শুভেন্দু অধিকারীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমি এবং আমার সাথী যারা তৃণমূল কংগ্রেসের রয়েছেন তারা দাদার সাথে আছে।একইসঙ্গে টিম আই প্যাক সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান তিনি।এর জন্য যদি তৃণমূল কংগ্রেস থেকে সরে যেতে হয় তাতেও পিছপা হবেন না বলে জানান নীতিশ বাবু।
তিনি বলেন ইতিমধ্যেই শহরের ২০০ তৃণমূল কংগ্রেস সমর্থক তাদের সঙ্গে দাদার পথে হাঁটতে চলেছে।
এদিন তার সুর ধরে নীতিশ বলেন, নির্দিষ্ট বেসরকারি সংস্থার বাচ্চা বাচ্চা ছেলেগুলো যারা ঠিকমত বাংলাও বলতে পারেনা তারা দলীয় কর্মসূচি ঠিক করে দেবে, আর আমি পালন করব, তা অসম্ভব।দলীয় কার্যালয় থেকে যথেষ্ট হেও এবং অপমানিত করা হয় বলেও অভিযোগ করেন তিনি।তবে এই ক্ষোভে তৃনমূল ছাড়ার প্রসঙ্গ উঠলে তিনি জানান এখনো সেরকম কিছু সিদ্ধান্ত নিই নি। তবে আমি শুভেন্দুর অনুগামী। শুভেন্দুর সঙ্গে কাজ করতে চান ।এমত অবস্থায় তিনি দাদার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।