বৃহস্পতিবার বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) জানিয়ে দিলেন পরবর্তী ঘোষণা পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে আইপিএল (IPL 2020)। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন বাড়ানোর পরই জানা গিয়েছিল আইপিএল এখনই হওয়া সম্ভব হচ্ছে না। বিসিসিআই-এর তরফে তেমনই ইঙ্গিত মিলেছিল। যা আজ সরকারিভাবে জানিয়ে দিল বিসিসিআই। ভারতের কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা৩৫০ ছাড়িয়ে গিয়েছে এবং ১২ হাজারের উপর আক্রান্ত। এই অবস্থায় কোনও কিছু করা সম্ভব নয় গৃহবন্দি থাকা ছাড়া। পিটিআই-এর খবর অনুযায়ী মঙ্গলবারই বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেএই নিয়ে। অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হতে পারে আইপিএল, এমনটাই বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের। যে সময়ের মধ্যে আইপিএল হওয়ার কথা ছিল সেই উইন্ডোতে হওয়ার কোনও সুযোগ নেই।