বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড-১৯ অতিমারিকে মানব সভ্যতার বৃহত্তম বিপদ বলে উল্লেখ করার পাশাপাশি তিনি সকলকে সতর্ক করে জানালেন, জলবায়ুর পরিবর্তনের বিপদ ক্রমেই বড় হচ্ছে। এদিন সকলের কাছে আর্জি জানান, এই গ্রহটিকে বাঁচাতে সকলে মিলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়ার জন্য।
‘‘আজ বিশ্ব পৃথিবী দিবস। আমাদের গ্রহ মানব সভ্যতার সবথেকে বড় ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে— করোনা অতিমারি। কিন্তু তার চেয়েও বড় এক বিপদ আমাদের দিকে এগিয়ে আসছে— জলবায়ু পরিবর্তন। এই গ্রহটিকে বাঁচাতে হলে আমাদের সকলকে একসঙ্গে জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়তে হবে” মুখ্যমন্ত্রী লেখেন।