বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র

নয়াদিল্লি: করোনা সংক্রমণের জেরে ভারতে গত ২৩ মার্চ থেকে বন্ধ রাখা হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা। এই পরিস্থিতিতে এখনই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করতে নারাজ কেন্দ্র। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান বন্ধ থকবে বলে জানিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ।

ডিজিসিএ জানিয়েছেন ৩০শে নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ান আপাতত বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র ভারত থেকে নয়, অন্য দেশ থেকেও ভারতে যাত্রীবাহী বিমান আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কেন্দ্র দ্বারা নির্দিষ্ট কিছু রুটে বিমান চলাচল হবে।