বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলিপুরদুয়ারে মিছিল করল চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মীরা

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দুদিন কর্মবিরতির ডাক দিয়েছে সারা রাজ্যের চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মী এবং ঠিকাদাররা। এর ফলে রাজ্যজুড়ে দুদিন বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কার কথা জানিয়েছে শ্রমিকরা। এদিন আলিপুরদুয়ারে চুক্তিভিত্তিক শ্রমিক এবং ঠিকাদার যৌথ মঞ্চ মাসিক বেতন বৃদ্ধি, ইএসআই সহ সাতদফা দাবি জানিয়ে এই বিক্ষোভ মিছিল করেন বলে জানা গেছে।

যৌথ মঞ্চের অভিযোগ, তাদের এই দাবিগুলি নিয়ে গত বছর ১৪ ই ডিসেম্বর রাজ্য বিদ্যুৎ মন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবিগুলো স্বপক্ষে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি সরকারের তরফে। তাই অবিলম্বে তাদের দাবিগুলো পূরণ করতে হবে এই দাবি তুলে আগামী ২ ও ৩ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে ইউনিয়নের তরফে। এদিন সংগঠনের তরফ এ জানানো হয়েছে তাদের এই আন্দোলন চলাকালীন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা হতে পারে। তাই রাজ্যবাসী যাতে এই সমস্যা হলেও তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার আবেদন জানানো হয়।