বিপদের মুখে সাহায্য পেল দেশ

করোনা ভাইরাসের আতঙ্কে ত্রস্ত ভারত। দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণকে ‘সুনামি’র সঙ্গে তুলনা করা হয়েছে। কার্যত জাতীয় বিপর্যয়ের মুখোমুখি গোটা দেশ। এই সংকট মোকাবিলায় ভারতের পাশে দাঁড়াল ফাইজার। করোনাভাইরাস মোকাবিলায় ওষুধ-সহ চিকিৎসা সংক্রান্ত ৭০ মিলিয়ন ডলারের সরঞ্জাম দান করল টিকা প্রস্তুতকারী সংস্থা। দ্রুত করোনা টিকার অনুমোদনের জন্য ভারত সরকারের জন্য আলোচনা চলছে ফাইজার প্রস্তুতকারী সংস্থার। ফাইজারের তরফে জানানো হয়েছে, এশিয়ার বিভিন্ন প্রান্তে সংস্থার বণ্টন কেন্দ্র থেকে ভারতকে বিভিন্ন সামগ্রী প্রদান করা হচ্ছে।