বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের হাসপাতালে

শুক্রবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের ভান্ডারা জেলা হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগে। শুরু হয় উদ্ধারকাজ। সাত শিশুকে উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকিদের উদ্ধার করা যায়নি। কমপক্ষে ১০ সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের অসুস্থ সদ্যোজাতদের বিভাগ এসএসসিইউ -তে অগ্নিকাণ্ডের জেরেই এই বিপত্তি ঘটে।

এই ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত শিশুদের পরিবারের সদস্যরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের ভান্ডারার হাসপাতালের মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।