বিধানসভায় রেড ভলান্টিয়ারদের প্রসঙ্গে বক্তব্য রাখলেন নৌশাদ সিদ্দিকি

করোনা মহামারী কালে নিত্যদিন রেড ভলান্টিয়ারদের উজ্জ্বল ভূমিকার প্রসঙ্গ বিধানসভায় তুলে ধরলেন সংযুক্ত মোর্চার আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। মঙ্গলবার বিধানসভায় তিনি বলেছেন, রাজ্যে মহামারীর ভয়ঙ্কর মুহূর্তে রেড ভলান্টিয়াররা মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং সারা পৃথিবী জুড়ে ইতিমধ্যে তাদের ভূয়সী প্রশংসা হয়েছে। সেলাম জানাই তাঁদের। খুবই অল্প সময়ের জন্য বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন নৌশাদ সিদ্দিকি। তার মধ্যেই মহামারী রোধে রাজ্য সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেছেন, তৃতীয় ঢেউ রোধ করতে সরকারের পরিকল্পনা কী? বরং টিকা নিয়ে জালিয়াতির ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। যারা এই ঘটনায় জড়িত তাঁদের শাস্তি দিতে বিচারবিভাগীয় তদন্ত প্রয়োজন।

শাসকদলের বিরুদ্ধে নির্বাচনোত্তর হিংসার অভিযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রী ও শাসকদলের বিধায়করা এদিন বিধানসভায় দায় নির্বাচন কমিশনের ঘাড়ে ঠেলেছেন, কারণ প্রশাসন তাঁদের হাতে থাকার সময়েই নাকি হিংসা ঘটেছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নৌশাদ সিদ্দিকি বলেছেন, আমি ভাঙড়ের বিধায়ক, আমাকেই ভাঙড়ে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। জেসিপি দিয়ে সংযুক্ত মোর্চার সমর্থকদের ঘর ভাঙা হয়েছে, মহিলা বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না, জরিমানা না দিলে উচ্ছেদ করা হচ্ছে। ভাঙড় থানায় অভিযোগ করতে গেলে আমাকে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া হয়েছে। আমরা স্পিড পোস্টে এবং অনলাইনে যেসব অভিযোগ দায়ের করেছি সেগুলোর তারিখ দেখলেই বোঝা যাবে যে ওগুলো প্রশাসন নির্বাচন কমিশনের হাতে থাকার সময়ে ঘটেছিল নাকি সরকারের হাতে থাকাকালীন।

বিধানসভায় নিয়োগ দুর্নীতি, চাকরি, শিক্ষার বেহাল দশা, পরিযায়ী শ্রমিকদের কাজ, সংখ্যালঘু এবং এসসি, এসটি সম্প্রদায়ের মানুষদের উন্নয়নের দাবিতেও সরব হয়েছেন নৌশাদ সিদ্দিকি। সেই সঙ্গে বাংলার ঐক্যের পক্ষে সওয়াল করে তিনি বলেছেন, বাংলা ভাগের চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না।