বিদ্যুৎবিল, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সিটুর

বিদ্যুৎবিল প্রত্যাহার , কৃষি আইন বাতিল এবং বেসরকারিকরণ সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াল বাম শ্রমিক সংগঠন সিটু। এদিন শিলিগুড়ি সেবক রোডের এক বেসরকারি শপিং মলের সামনে এই প্রতিবাদ বিক্ষোভ দেখান সিটুর নেতা কর্মীরা। এদিনের বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন সিটু নেতা সমন পাঠক সহ শ্রমিক সংগঠনের একাধিক দলীয় নেতা।

শ্রমিক নেতা সমন পাঠকের দাবি কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষেত্র বেসরকারিকরণ করে দিয়ে কয়েকজন মুষ্টিমেয় ব্যবসায়ীর লাভ করে দিচ্ছে। কৃষি আইনের বিরোধিতায় দেশ জুড়ে শ্রমিকরা আন্দোলন করছে তাদের ন্যায্য দাবি থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছে। এরই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ কর্মসূচি বলে তাদের দাবি। সি আই টি ইউ এর দার্জিলিং জেলার সম্পাদক সমন পাঠক জানান যতক্ষণ না পর্যন্ত কৃষি বিল ও বিদ‍্যুৎ বিল প্রত‍্যাহা করবেন ততদিনএই রকম আন্দোলন লাগাতার চলবে ।