বিদায়ের পথে শীত

শীতপ্রেমীদের আনন্দের দিন আপাতত শেষের পথে। এবার বিদায়ের পথে শীত। আয়ু প্রায় শেষের পথে শীতের। ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় বৃদ্ধি পেতে শুরু করেছে তাপমাত্রা। ফাল্গুন মাস শুরু হতেই ধীরে ধীরে কমতে শুরু করেছে শীতের প্রভাব। ফাল্গুনের শুরুতেই দখিনা বাতাস জানান দিচ্ছে বসন্ত জাগ্রত দ্বারে।

এবার বাড়বে অস্বস্তি। পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রার পরিমান। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে রোদ ও মেঘ দুই-ই দেখা দেবে। কলকাতায় গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী পারদ।