বিদায়ের পথে শীত

পাকাপাকিভাবে বিদায়ের পথে শীত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমত গরম অনুভূত হচ্ছে। আপাতত আদ্বহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কয়েকদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। শহরের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। শুধু কলকাতায় নয়, রাজ্যগুলিতেও বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে কলকাতায় আর ঠান্ডা না পড়লেও রাজ্যগুলিতে আরও কয়েকদিন সামান্য শীতের ছোঁয়া থাকবে। বাংলা থেকে কার্যত বিদায়ের পথে শীত।