বিতর্কের মাঝে পড়ে স্পেশাল ট্রেন পরিষেবা নিয়ে ফের সিদ্ধান্ত বদল করল কর্নাটক সরকার। জানা গিয়েছে, শুক্রবার থেকে আবার পরিযায়ী নাগরিকদের ফেরাতে ট্রেন পরিষেবা চালু করবে তারা। এই মর্মে নয়টি রাজ্যে প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে। সেই রাজ্যগুলোর এই বিষয়ে অবস্থান কী, জানতে চাওয়া হয়েছে চিঠিতে। সূত্রের খবর, ৮-১৫ মে পর্যন্ত চলবে এই ট্রেন। যদিও রাজ্যে ধাপে ধাপে নির্মাণ কাজ শুরু হওয়াতে, পরিযায়ী শ্রমিকদের স্বরাজ্যে ফেরাতে আপত্তি তুলেছিল ইয়েদুরাপ্পার সরকার । জানা গিয়েছিল, প্রায় এক লক্ষ শ্রমিক রাজ্য ছেড়েছেন। যারা রয়ে গিয়েছেন, তাঁদের নির্মাণ কাজে গতি আনতে প্রয়োজন। সরকারি এই সিদ্ধান্তের প্রশংসা করে সরব হয়েছিলেন প্রদেশ বিজেপি। এই সিদ্ধান্ত রাজ্যের আর্থিক গতি স্থিতিশীল রাখতে সাহায্য করবে। এমনটাই মত ছিল তাদের। যদিও এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা। কর্নাটক সরকারের এই সিদ্ধান্তে রাজ্য জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। কর্নাটকের বিরোধী দল কংগ্রেস বলেছে, যে এতদিন পর্যন্ত সরকার শ্রমিকদের বিভিন্ন জায়গায় “আটকে” রেখে এখন বলছে যে ওই শ্রমিকরা “নথিভুক্ত শ্রমিক” নয়, তাই তাঁদের রাজ্যে ফেরাতেও দায়বদ্ধ নয় রাজ্য সরকার।