বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হল আলিপুরদুয়ারের ইকোপার্কে। জানা গেছে সংস্থার তৃতীয় বার্ষিক সভায় এদিন নতুন কমিটি গঠিত হওয়ার পাশাপাশি আগামী কর্মসূচিগুলিরও পরিকল্পনা করেন তারা। সভায় উপস্থিত সদস্যদের সবসন্মতিকমে ১৫ জনের নতুন কমিটি গঠন করা হয়েছে এবং বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ও কাজের পযালোচনা করা হয়েছে ।নতুন কমিটির সভাপতি জয়ন্ত দাস, সম্পাদক কৌশিক দে কোষাধ্যক্ষ তরুণ সরকার ।সভা পরিচালনা করেন টাউন ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রসেনজিৎ দে সহ অনেকে।
কমিটির সভাপতি জয়ন্ত দাস জানিয়েছেন আগামীতে মানুষকে আরো বিজ্ঞানমনস্ক করে তোলার জন্য এবং মানুষকে কুসংস্কার থেকে সচেতন করতে আরো বেশি বেশি করে সচেতনতা শিবির আয়োজন করা হবে।পাশাপাশি অভিযান ও চলবে গ্রামে গ্রামে।আগামীতে সাইকেল যাত্রা অনুষ্ঠিত হবে আলিপুরদুয়ার থেকে কলকাতা লক্ষ্য সাপের কামড়ে ওঝা নয় চলো হাসপাতালে