বিজেপি-কে ভোট না দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানালেন সিপিআই (এম এল) লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্য।

জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে তারা প্রার্থী দেননি। তাই এখানে বিজেপি ছাড়া অন্য কোনও উপযুক্ত প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেন তিনি।

সিপিআই (এম এল) লিবারেশনের নেতারা
বলেন, বিজেপি দেশজুড়ে বিপর্যয় তৈরি করছে। অসম ও ত্রিপুরা‌র প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন,
পশ্চিমবঙ্গে কোনভাবেই বিজেপিকে আনা যাবে না। তাহলে এই রাজ‍্যেও বিপর্যয় তৈরি হবে। তাই এবার বিজেপি-কে ভোট না দেওয়ার কথা বলেন তিনি। জলপাইগুড়ি‌তে আয়োজিত সিপিআই (এম এল) লিবারেশনের একটি কর্মী সম্মেলনে দলের নেতা কর্মীদের সজাগ থাকার কথাও বলেন দীপঙ্কর ভট্টাচার্য। জানান, রাজ‍্যের মোট
১২টি আসনে এবার প্রার্থী দিচ্ছেন তারা। শিলিগুড়ির ফাঁসি‌দেওয়া ও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে প্রার্থী দিচ্ছেন বলে জানান।