তুফানগঞ্জে এক বিজেপি কর্মীর মৃত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল কোচবিহার সহ সমগ্র বঙ্গে। জানা গেছে তুফানগঞ্জ মহকুমার অন্দরান ফুলবাড়ি হাইস্কুলের ভেতর থেকে এক যুবকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। আর ওই মৃতদেহ নিয়ে বর্তমানে তোলপাড় এলাকা।জানাগেছে মৃত ওই যুবকের নাম স্বপন দাস। স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবকটি তুফানগঞ্জ মহকুমার১৯২ নং বুথে বিজেপির বুথ সভাপতি ছিলেন। বিজেপির অভিযোগ, ওই কর্মীকে শাসকদলের দুষ্কৃতীরা খুন করে ঝুলিয়ে দিয়েছে। যদিও স্থানীয় তৃনমূল নেতৃত্ব এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত থেকে স্বপন দাস নিখোঁজ ছিল।এদিন সকালে স্কুল থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ কে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।
তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি ও জেলা মুখপাত্র শিবপদ পাল জানান , এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। বিজেপি মৃতদেহ নিয়ে বারবার রাজনীতি করার চেষ্টা করছে। এর জবাব সাধারণ মানুষ দেবে ।পুলিশজানিয়েছে , ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ