বিজেপি ও তৃণমূল শুধু ভোটের সময় মনীষীদের ব্যবহার করে

কেন্দ্রীয় সরককের নেতাজি জয়ন্তীকে দেশব্যাপী পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করায় এর তীব্র বিরোধিতা করল বামনেতা সুজন চক্রবর্তী। এদিন উত্তরবঙ্গ সফরে সংগঠনের কাজে এসে কেন্দ্রীয় সরকারের তুলোধনা করলেন এই বর্ষীয়ান বামনেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, এই দিন কে আমরা সহ প্রত্যেকে দেশপ্রেম দিবস হিসেবে চেয়েছিলাম, কিন্তু পরাক্রম দিবস হিসেবে ঘোষিত হলো। বিজেপি আর রাজ্যের তৃণমূল দুই দলই মনীষীদের শুধু ভোটের জন্য ব্যবহার করে, কোথাও দেখা যায় অমিত শাহ শান্তিনিকেতনের ঢুকে রবীন্দ্রনাথের চেয়ারে বসে পড়েছেন,স্বামী বিবেকানন্দের নামের ওপর ভাইপোর ছবি, এবং বর্তমানে বিধানসভা নির্বাচনের আগে নেতাজি কে নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি। কেননা বিজেপির সাহস নেই দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার। মোদি যেন নিজেকে খুব বড় মনে না করেন।
কার্যত এরকম সুরেই কেন্দ্রের বিজেপি সরকার কে ডাকলেন বামপন্থী রাজনীতির অন্যতম বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী।