বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তেজনা শহরজুড়ে

উত্তরকন্যা অভিযানের পরপরই শিলিগুড়িবাসী দেখেছিল পোস্টার ছেঁড়াকান্ড। এই ঘটনার ফের পুনরাবৃত্তি হচ্ছে ভোটের আগে। ভোট যত এগোচ্ছে শিলিগুড়িতে রাজনৈতিক পারদ ততই বাড়ছে। এদিন শিলিগুড়ির ৩৪ নং ওয়ার্ডে বিজেপির পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শহর শিলিগুড়ির রাজনৈতিক মহলে। জানা গেছে এদিন শিলিগুড়ির ৩৪নং ওয়ার্ডের সবকটি রাস্তায় ভারতীয় জনতা পার্টির পতাকা পড়ে থাকতে দেখা যায়।

বিজেপির অভিযোগ বিরোধী রাজনৈতিক দল তাদের পতাকা ছিঁড়ে নর্দমায় ফেলে দেয়।বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি।অতি দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তারা।বিজেপির অভিযোগ বৃহস্পতিবার এলাকাজুড়ে দলীয় পতাকায় মুরে দেওয়া হয়েছিল।কিন্তু ৩৪ নম্বর ওয়ার্ড বিজেপি কমিটির সভাপতি পিনাকী সেনের অভিযোগ বৃহস্পতিবার রাতের অন্ধকারে বিরোধী রাজনৈতিক দল তাদের বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে রাস্তার পাশে নালা-নর্দমায় ফেলে দেয়।এই ঘটনার সিসিটিভি সংগ্রহ করে পুলিশকে দেবে বলে জানিয়েছে বিজেপি।লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।