গতকালের উত্তরকন্যা অভিযানে পুলিশের সংঘর্ষে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গে বারো ঘন্টা বন্ধের দাবিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পিকেটিং করল বিজেপি নেতা কর্মীরা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ফালাকাটা, চোপড়া সহ প্রতিটি জেলায় বিজেপি নেতা কর্মীরা রাস্তায় নেমে পথ অবরোধে নেমেছে বলে খবর। বিজেপি কর্মীর মৃত্যুতে বাংলা বনধে মালদায় পথে নেমে বিক্ষোভ দেখালো দলীয় নেতাকর্মীরা।
সোমবার উত্তরকন্যায় পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার উত্তরবঙ্গ বনধের ডাক দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব । সেইমতো এদিন সকাল থেকেই পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর হাতে দলীয় পতাকা নিয়ে অবরোধ বিক্ষোভ শামিল হন বিজেপির নেতা কর্মীরা । যদিও এদিন সকাল থেকেই সমস্ত বাজার, হাট, দোকানপাট বন্ধ ছিল। রাস্তাঘাটে ছিল শুনশান। এদিন পুরাতন মালদা শহরের বিভিন্ন এলাকায় বিজেপির বিক্ষোভ প্রতিবাদ মিছিল করা হয়।
বিজেপি বিক্ষোভকারী নেতাদের অভিযোগ, শিলিগুড়ি উত্তরকন্যা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অভিযান, বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে তৃণমূল সরকারের পুলিশ নির্মমভাবে জলকামান ব্যবহার করে এবং লাঠিচার্জ করেছে দলীয় নেতাকর্মীদের ওপর। এমনকি পুলিশের গুলিতে একজন মারা গিয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপি’র নেতাকর্মীরা। তারই পরিপ্রেক্ষিতে এদিন রাজ্যজুড়ে ১২ ঘন্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক দেওয়া হয়েছে । আর তার জেরেই রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখায় জেলা বিজেপি নেতৃত্ব ।