বিজেপির আইটি সেলে অবৈধভাবে কল সেন্টার চলার খবর পেয়ে হানা দেয় পুলিশ, উদ্ধার হয়নি কিছুই

আইটি সেলে অবৈধভাবে কল সেন্টার চলছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার রাতে শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে বিজেপির আইটি সেলের অফিসে হানা দেয় শিলিগুড়ি থানার পুলিশ। যদিও সেখান থেকে কোন কিছুই উদ্ধার করতে পারেনি তারা। পুলিশের এই অভিযানকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে পুলিশ কাউকে কিছু না জানিয়ে তাদের আইটি সেলের অফিসে হানা দিয়েছে। পুলিশ এখনো রাজ্যের শাসকদলের অঙ্গুলি হেলনে চলছে। সমস্ত বিষয়টি তারা আগামীকাল নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু সাহা। অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃনমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার। তার দাবি পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীন। বিজেপি নারী পাচার থেকে শুরু করে যেকোন ধরনের অবৈধ কাজের সাথে যুক্ত। বিজেপি ভয় পেয়েছে তাই এই ধরনের অভিযোগ তুলছে।