বিজেপিতে যোগ দিয়ে দিল্লি থেকে ফিরলেন রতুয়ার বাহুবলি, নেতাকে সম্বর্ধনা জানাতে কর্মীদের ভিড়
বাহুবলি ফিরলেন মালদায়। দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়ে আজ মালদায় নেমে কর্মীদের সম্বর্ধনায় আবেগে ভাসল জননেতা ইয়াসিন সেখ। সূত্রের খবর , বুধবার দুপুরে বিজেপি নেতা ইয়াসিন শেখকে সংবর্ধনা জানাতে কয়েক হাজার কর্মী সমর্থকদের ভীড় উপচে পড়ে মালদা টাউন স্টেশনে। এদিন দুপুর দেড়টায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে মালদায় আসেন বিজেপি নেতা ইয়াসিন সেখ। দলীয় নেতাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানাতে স্টেশনের বাইরে কয়েক হাজার কর্মী , সমর্থকদের জমায়েত হয়েছিল। পাশাপাশি ঢাকঢোল বাজিয়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বাহুবলী নেতা ইয়াসিন শেখকে স্বাগত জানানো হয়। স্টেশন থেকে বিশাল গাড়ি রেলি করে রতুয়া পৌঁছান বিজেপি নেতা ইয়াসিন সেখ।
এদিন মালদা টাউন স্টেশনের সামনে সাংবাদিকদের খোলামেলা প্রশ্নের উত্তরে ইয়াসিন শেখ বলেন, এতদিন তৃণমূলের ন্যূনতম মর্যাদাটুকু মিলে নি। দুর্নীতিগ্রস্ত ওই দলের কাজকর্ম নিয়ে আমি বারবার রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছে। কিন্তু কেউ আমার কথায় কান দেন নি । তৃনমূলের একাংশ জেলা নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন ইয়াসিন সেখ।